৩৩৩ নম্বরে ফোন পেয়ে উপহার পৌঁছে দিলেন ইউএনও

৩৩৩ নম্বরে ফোন পেয়ে উপহার পৌঁছে দিলেন ইউএনও

৩৩৩ নম্বর থেকে ফোন পেয়ে বরিশাল সদর উপজেলার অসহায় মানুষের ঘরে রাতের আঁধারে খাদ্য সহায়তা পৌঁছে দিচ্ছেন বরিশাল সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মুনিবুর রহমান। উপজেলা পরিষদ কর্মকর্তা-কর্মচারীদের নিয়ে বাড়ি বাড়ি গিয়ে খাদ্য সহায়তা দিচ্ছেন তিনি। রাতের বেলা সরকারি খাদ্য সহায়তা পেয়ে আবেগাপ্লুত অসহায়-দরিদ্ররা। 

বরিশাল সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মুনিবুর রহমান জানান, ৩৩৩ নম্বর থেকে কল পেয়ে গত বৃহস্পতিবার রাতে ১৫টি পরিবারকে প্রধানমন্ত্রীর ঈদ উপহার পৌঁছে দেয়া হয়েছে। আরও অনেকের খাদ্য সহায়তা পৌঁছে দেয়ার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছেন। এরমধ্যে গত বৃহস্পতিবার রাতে যাদের সহায়তা পৌঁছে দেয়া হয়েছে তাদের কারোর জমি বা ঘর নেই। 

এ সময় উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. কামরুজ্জামান, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা আব্দুর রহমান সন্যামত, উপ-সহকারী প্রকৌশলী জহিরুল ইসলাম, পল্লী উন্নয়ন কর্মকর্তা বাবুল গাজী, সহকারী প্রোগ্রামার চৌধুরী শওকত হোসেনসহ উপজেলা প্রশাসনের কর্মকর্তা ও কর্মচারীরা উপস্থিত ছিলেন। 

প্রধানমন্ত্রীর ঈদ উপহার পাওয়া সদর উপজেলার কলস গ্রামের বাসিন্দা মো. আলমগীর জানান, শারীরিক অক্ষমতা নিয়েও তিনি দিনমজুরের কাজ করতেন। করোনার কারণে কর্মহীন হয়ে পড়ায় মা, দুই ছেলে, এক মেয়ে ও স্ত্রীর মুখে খাবার তুলে দেয়ার ব্যবস্থা করতে পারছিলেন না তিনি। এ কারণে ৩৩৩ নম্বরে ফোন করে খাদ্য সহায়তা চেয়েছিলেন। বৃহস্পতিবার রাতেই তার কাছে পৌঁছে দেওয়া হয় সরকারি খাদ্য সহায়তা। তার মতো অন্যান্যরাও রাতের আঁধারে খাদ্য সহায়তা পেয়ে খুশি।